মাধবপুরে বজ্রপাতে চাচি-ভাতিজির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে নারী-শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে পরষ্পরের চাচি-ভাতিজি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (২২)।
স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন।
পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে মৃত ঘোষণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত অবস্থায় শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারকে (২৫) হাসপাতালে চিকিৎসা চলছিল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মন্জুর আহসান জানান, বজ্রপাতে নিহত দুজন ও আহত নারীর পরিবারকে সরকারি অর্থসহায়তা প্রদান করা হবে।
Related News
মাধবপুরে ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ক্যান্ডি জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রায় ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও ক্যান্ডি আটক করে জব্দRead More
হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরের সম্পদ ক্রোকের আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহিরRead More
Comments are Closed