সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য: এলিম চৌধুরী
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, সবসময় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে। সবসময় সমাজের মেধাবী লোকজনদের কাজে লাগাতে হবে। অর্থনীতি থেকে মুক্তি পেতে হলে তাদেরকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার উপজেলার দুবাগ বাজারে বিয়ানীবাজার মাইক্রোবাস উপকমিটির আওতাধীন দুবাগ বাজার ষ্টান্ড পরিচালনা কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিয়ানীবাজার মাইক্রোবাস উপকমিটির দুবাগ বাজার স্টান্ড পরিচালনা কমিটি এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন মোঃ ছমির আহমদ। সাবেল আহমদের পরিচালানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি জননেতা মঞ্জুর কাদির সাফি এলিম।
বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকলীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম বিলু , বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য মহসিন মজনু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল মন্নান উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাইকুজ্জামান চৌধুরী শিমু।
Related News
সিলেটে ট্রাকভর্তি ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ট্রাকভর্তি ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ জসিম উদ্দিনRead More
প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিস্টদের দোসর: লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াসRead More
Comments are Closed