Main Menu

ছাতকে রেইন ওয়াটার হারভেস্টিং চালু করেছে লাফার্জহোলসিম

ছাতক প্রতি‌নি‌ধি: ছাতকে কোম্পানির প্ল্যান্টের পাশে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে “রেইন ওয়াটার হারভেস্টিং” প্রকল্পের উদ্বোধন করেছে দেশের নেতৃস্থানীয় বিল্ডিং ম্যাটেরিয়াল সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

ছাতকে মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজলভ্যতা সবসময়ই কঠিন ছিল। বাড়ির পাশের পুকুর এবং অন্যান্য উৎস থেকে এই এলাকার মানুষেরা খাবার পানি সংগ্রহ করে থাকেন যা খাওয়ার জন্য নিরাপদ নয় এবং পানিবাহিত রোগের অন্যতম কারণ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি কর্মকর্তা ইকবাল চৌধুরী এই প্রকল্পের উদ্বোধন করেন। এসময় কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, প্রকল্পের সুবিধাভোগীবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই এলাকার মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত করতে লাফার্জহোলসিম বাংলাদেশ এগিয়ে এসেছে এবং রেইন ওয়াটার হারভেস্টিং এর মতো টেকসই প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ১০টি বাড়ীতে রেইন ওয়াটার হারভেস্টিং সুবিধা প্রদান করা হয়েছে, যেখান থেকে আশেপাশের ৫০টি পরিবারের মানুষ সারা বছর নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে পারছেন।

ছাতকে বছরের প্রায় ৬-৭ মাস বৃষ্টি হয়, তাই এটা একটা খাবার পানির ভালো উৎস। এই পানির ট্যাংকির অভ্যন্তরে রয়েছে ওয়াটার ফিল্টারিং সিস্টেম, ফলে এই পানি পান করা সম্পূর্ণ নিরাপদ। সারা বছর এই ট্যাংকিগুলোতে ২,৬০,০০০ লিটার পানি সংরক্ষণ করা যাবে।

এই প্রকল্প উদ্বোধনের সময় লাফার্জহোলসিম এর সিইও ইকবাল চৌধুরী বলেন, “এই এলাকার মানুষের নিরাপদ খাবার পানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প। কোম্পানি আপনাদের এই সুবিধা তৈরি করে দিয়েছে, এখন এটা আপনাদের সম্পদ। আগামী দিনগুলোতেও কমিউনিটির সামগ্রিক উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রকল্প আমরা চালু করবো।”

কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া কমিউনিটির মানুষের প্রতিনিয়ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “এই ট্যাংকিগুলো তদারকি জরুরী, তবেই এখান থেকে দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যাবে। আমরা বিশ্বাস করি এটা একটা টেকসই সমাধান হবে যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির সদস্যবৃন্দ কোম্পানির এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed