Main Menu

সিলেটে রাস্তার পাশে মশারি দিয়ে ঢাকা মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রাস্তার পাশে মশারি দিয়ে ঢাকা অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ারের রাস্তার পাশে মরদেহটি দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।অজ্ঞাত বৃদ্ধের বয়স অনুমানিক ৬০ বছর হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, মারা যাওয়া বৃদ্ধ লোকটি কয়েকদিন ধরে রংমহল টাওয়ারের আশপাশে ফুটপাতে অথবা রাস্তায় রাত কাটাতে দেখা যায়। তাকে দেখতে অনেকটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হতো। আজ দুপুরের দিকে মশারি দিয়ে ঢাকা রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

এব্যাপারে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, স্থানীয় ব্যবসায়ীরা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) কাজ করছে।

Share





Related News

Comments are Closed