Main Menu

ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে সিকৃবির সিনিয়র কৃষিবিদদের বিবৃতি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কৃষিবিদবৃন্দ, ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে সম্মিলিত বিবৃতি দিয়েছেন। তাঁরা মনে করেন ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহবান-একটি স্বাধীন বিচারব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ। যেসকল নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবস্য়ী ও সুশীল সমাজের সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে খোলা চিঠি দিয়েছেন, তার মাধ্যমে বিবৃতিদাতাগণ অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে চান। এ ধরনের খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানবলীর সম্পূর্ণ পরিপন্থি।

সিকৃবির যাঁরা বিবৃতি দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, ড. সালাহ উদ্দিন আহমদ, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, প্রফেসর ড. সাদ উদ্দিন মাহফুজ, প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন সরকার, প্রফেসর ড. বিশ্বজিৎ দেবনাথ, প্রফেসর ড. ফখরুল ইসলাম মুন্সী, প্রফেসর ড. এম.এম, মাহবুব আলম, প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, কৃষিবিদ মোঃ আব্দুল আউয়াল, কৃষিবিদ মোহাম্মদ ছায়াদ মিয়া, কৃষিবিদ ডাঃ সুজন চন্দ্র সরকার, কৃষিবিদ ডাঃ সন্তোষ রঞ্জন পাল, কৃষিবিদ দেবাশীষ সাহা, কৃষিবিদ ড. মোঃ ইকবাল হোসেন, ড. পার্থ প্রতীম বর্মণ, ড. রানা রায়, ড. রাকিবুল হাসান, কৃষিবিদ খলিলুর রহমান ফয়সাল, ড. অশোক বিশ্বাস, কৃষিবিদ ডাঃ আফরাদুল ইসলাম, কৃষিবিদ ডাঃ শিপলু রায়, প্রফেসর ড. পীযুশ কান্তি সরকার, প্রফেসর ড. নির্মল কান্তি রায়, প্রফেসর ড. জীতেন্দ্রনাথ অধিকারী, প্রফেসর ড. মীর মোঃ ইকবাল হাসান, প্রফেসর ড. সুমন পাল, প্রফেসর ড. নাজিম উদ্দিন, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, ড. তিলক চন্দ্র নাথ, প্রফেসর ড. চন্দ্র কান্ত দাশ, প্রফেসর ড. মুহাম্মদ এনামুল কবীর, ড. অসীম শিকদার, ড. শামীমা নাসরিন, কৃষিবিদ কিশোর কুমার সরকার, ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আখতারুজ্জামান জুলহাস, ডাঃ নাবিলা ইলিয়াস, কৃষিবিদ সুমিত সরকার প্রমুখ।

এই সিনিয়র কৃষিবিদ মনে করেন, বাংলাদেশের সংবিধানে সবারই আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের বিচারকার্য বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ও স্বাধীনভাবে সম্পন্ন হচ্ছে বিধায় তাঁর বিচারিক হেনস্তার অভিযোগ কল্পনাপ্রসূত, অমূলক ও অনাকাংখিত। তাঁরা বলেন, বিদেশী বিবৃতিদাতা সম্মানিত ব্যক্তিগত মামলা সম্পর্কে পুরোপুরি না জেনে এমন দাবী উত্থাপন করেছেন। তাঁরা আশা করেন, পৃথিবীর বিভিন্ন স্বাধীন দেশের মতো বাংলাদেশের বিচার ব্যবস্থাকেও নিজস্ব আইনে নিজস্ব গতিতে চলার সুযোগ দেবেন।

Share





Related News

Comments are Closed