Main Menu

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। প্রথম ধাপে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ফল মঙ্গলবার রাত ৮টার পর প্রকাশ করা হবে। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭-১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।

এদিকে ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

প্রথম মাইগ্রেশন ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এরপর আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি পড়ে থাকবে।

Share





Related News

Comments are Closed