Main Menu

সিলেটের সড়ক বিভাজকে ৭১টি বৃক্ষ রোপন করলো আনন্দনিকেতন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের রিকাবিবাজার থেকে সুবিদবাজার হয়ে সুনামগঞ্জ রোডে আরো কিছুদূর এগুতে থাকলে সড়ক বিভাজকে ফুটে থাকা বর্ণিল ফুল আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। এই আনন্দের অনুষঙ্গ বর্ণিল ফুলের গাছ গুলো রোপণ করেছে সিলেটের আনন্দনিকেতন স্কুলের শিক্ষার্থীরা। বিভিন্ন বছরে ধাপে ধাপে তারা এসব গাছ রোপণ করে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (২ সেপ্টেম্বর) আনন্দ নিকেতন আর্থ ক্লাবের সদস্যরা ৭১টি গাছ রোপণ করেছে আম্বরখানা-বিমান বন্দর সড়কে।

এ নিয়ে সিলেটের সড়ক বিভাজকে আনন্দনিকেতন মোট ৭০৬টি রাধাচূড়া গাছ রোপণ করেছে। তারা গাছ রোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণও করে থাকে।

শনিবার সকালে আম্বরখানা-বিমান বন্দর সড়কে বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আনন্দনিকেতন স্কুলের একাডেমিক প্রধান শামীম চৌধুরী, প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাস, নির্বাহী সেক্রেটারি পারভিন সাকিবা, সিনিয়র শিক্ষক রূপক কান্তি দত্ত, রিপন সরকার, আনন্দনিকেতন আর্থ ক্লাবের সভাপতি শুভদীপ পুরকায়স্থ, সহ-সভাপতি নাজিবা তাবাসসুম, সাধারণ সম্পাদক মারশাদ মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থিব আলোয় দে কল্প, কোষাধ্যক্ষ তাহসিন তাবিব, কার্যকরী কমিটির সদস্য ওয়াজহাত সামস্, আদিলুর রহমান চৌধুরী।

বৃক্ষ রোপন শেষে আনন্দনিকেতন আর্থ ক্লাবের ডেঙ্গু বিরোধী অভিযানের অংশ হিসেবে আনন্দ নিকেতন স্কুলে মশার ঔষধ স্প্রে করা হয়।

Share





Related News

Comments are Closed