সিলেট জিম মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: জিম মালিকদের স্বার্থ, অধিকার রক্ষা ও জিমনেশিয়ামের উন্নয়নমূলক সংগঠন সিলেট জিম মালিক সমিতির এক সাধারণ সভা সাবেক সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও রেজওয়ান আহমেদের সঞ্চলনায় গত ১ সেপ্টেম্বর শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি পদে তৌকির আহমদ বাবলু, সাধারণ সম্পাদক পদে রেজওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে জাবেদ আহমদ ও কোষাধ্যক্ষ পদে জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি সুবেদ নুর নয়ন, সহ সভাপতি সুমন আহমদ, ফাহাদ হোসেন, ফজলুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সৈয়দ শাব্বি হোসেন, প্রচার সম্পাদক সাহেদ আহমেদ পলাশ, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল মুসতাকিম সাকিব, ক্রীড়া সম্পাদক রাজু আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক তাউসিফ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক রুহেল আজিজ। কার্যকারী সদস্যরা হচ্ছে- কামাল উদ্দিন, তানভীর খান, আলাই মিয়া, ফখরুল আহমদ ইমরান, স্বপন পাল, রাইসুল, খালেদ আহমেদ, জাকির হোসেন, শফিকুর রহমান ।
সিনিয়র উপদেষ্টা হিসেবে মুহিবুর রহমান মুহিব ও উপদেষ্টা হিসেবে আহসানুজ্জামান সানি-কে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।
শান্তিপূর্ণভাবে একটি নির্বাচনের মাধ্যমে বর্তমান পরিষদ দুই বছরের জন্য নির্বাচিত হন। প্রায় সকল ভোটারের অংশ গ্রহনের মাধ্যমে অনুষ্টিত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হওয়ায় সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও বৃহত্তর স্বার্থে সমিতির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকবেন।
সাধারণ সভায় সদস্য বৃদ্ধি এবং গঠনতন্ত্র সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সকলেই একমত হয়েছেন। সমিতির স্থায়ী একটি অফিসের জন্য সভায় প্রস্তাব করা হয়। সর্বস্তরের সদস্যগণ উপস্থিত থাকায় সাধারন সভা পরিনত হয় এক মিলনমেলায়। প্রাণবন্ত আলোচনা শেষে উপস্থিত সবাইকে সমিতির পক্ষ থেকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। বিজ্ঞপ্তি
Related News
শীতার্তদের পাশে শাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈশাখী নিউজ ডেস্ক: শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবি শাখা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়েরRead More
সিলেটে সরকারি জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের সাগরদিঘিরপাড়ে সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহRead More
Comments are Closed