Main Menu

১৭ বছর পর বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট চালু

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় যাত্রা শুরু করে ফ্লাইটটি। আর স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনরি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাপানের টোকিও রুটে ফ্লাইট চালু করে ১৯৭৯ সালে। এরপর ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে প্রথম ফ্লাইট শুরু হয়। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে জাপানের সঙ্গে বিমানের সরাসরি এই ফ্লাইট বন্ধ হয়ে যায়।

 

Share





Related News

Comments are Closed