Main Menu

কঙ্গোয় গির্জায় প্রার্থনারতদের ওপর হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোতে একটি গির্জায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত রোববার (২৭ আগস্ট) আফ্রিকার কঙ্গোর পূর্ব কঙ্গোলিজ প্রদেশের ইটুরিতে এই ঘটনা ঘটে।

ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা ও নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা জানান, এই হামলার পেছনে দ্য কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ রয়েছে।

লোসা আরো বলেন, সৃষ্টিকর্তার উদ্দেশে গির্জায় তারা প্রার্থনায় ছিলেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে কোডেকো’র কয়েকজন সদস্য গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং একজন সেনা রয়েছেন। ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো শিকুদি বলেছেন, আমরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ, এ বিষয়ে কাজ করছে সশস্ত্র বাহিনী।

কঙ্গোয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রয়েছে। এর মধ্যে ইসলামি মিলিশিয়া গোষ্ঠীগুলোর তৎপরতা বেশি। বিশেষ করে বোকো হারাম আফ্রিকার কয়েকটি অঞ্চলে ব্যাপক আধিপত্য বিস্তার করছে। গুম, হত্যা, লুটপাট, অপহরণসহ সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত।

Share





Related News

Comments are Closed