Main Menu

ভূমিকম্পে কাঁপলো সিলেট

বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট ও এর আশপাশের এলাকা।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮ টা ৪৯ মিনিটে সিলেট ও এর আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৫। বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ৭ কি.মি এবং রাজধানী ঢাকা থেকে ২২৮ কি.মি দূরত্বে ভারত সীমান্তের করিমগঞ্জে।

এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

নগরীর লালবাজার এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ভূমিকম্পে সিলেটে জোরালো ঝাঁকুনি অনুভব করলাম। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঝাঁকুনি ছিলো। ৯ তলার উপর থে‌কে কম্পনটা বেশ বড়ই ম‌নে হ‌লো।

সিলেট আবাহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম ও মেঘালয় অঞ্চল।

তিনি বলেন সোমবার রাত ৮ টা ৪৯ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো। সিলেট সীমান্তে উৎপত্তিস্থল হওয়ায় এখানে ঝাঁকুনিও অনুভূত হয়েছে বেশি।

Share





Comments are Closed