সাংবাদিক জিকরুল’র পিতার মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার সাংবাদিক জিকরুল ইসলামের পিতা মো. নুরুল ইসলাম (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
শুক্রবার (৯ জুন) রাতে এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক জিকরুল ইসলামের পিতা কোম্পানীগঞ্জ থানা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, চিকিৎসক ছিলেন। তিনি ব্যক্তি জীবনে চিকিৎসক হিসেবে জনগণকে সেবা প্রদান করেছেন। তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাধায়ক।
নেতৃবৃন্দ মরহুম মো. নুরুল ইসলাম এর রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ, সাংবাদিক জিকরুল ইসলামের পিতা মো. নুরুল ইসলাম গত শুক্রবার হার্ট অ্যাটাক করেছিলেন। চিকিৎসা শেষে তিনি সোমবার বাসায় ফিরেন। বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটায় তিনি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে বাড়ি থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার (৯ জুন) বাদ জুমা কোম্পানীগঞ্জ থানা সংলগ্ন উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোনসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের আদি বাসিন্দা ও মৃত মোজাফফর আলীর তৃতীয় সন্তান। ব্যবসা সূত্রে আশির দশক থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে স্থায়ী হয়েছিলেন।
Related News

ফটো সাংবাদিকতায় ৫০-এ আতাউর রহমান আতা
রেজওয়ান আহমদ: ফটো সাংবাদিকতায় ৫০-এ আতাউর রহমান আতা। ১৯৭৩ সাল থেকে শুরু করে আজও ক্যামেরাRead More

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতির মায়ের মৃত্যু, শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর গর্ভধারীনি মা ও মরহুম ডাক্তারRead More
Comments are Closed