Main Menu

যতদিন বাঁচি কবিতা নিয়ে সুস্থভাবে যেন বাঁচি : কবি নূরুজ্জামান মনি

বৈশাখী নিউজ ডেস্ক: ‘যতদিন বাঁচি কবিতা নিয়ে সুস্থভাবে যেন বাঁচি, সবার কাছে এই দোয়া চাই। লেখালেখির কলাকৌশল না জেনেই সেই শৈশব থেকেই লেখালেখির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। আমাদের তারুণ্যের দিনগুলোতে সিলেটের একদল তরুণ লেখক লেখালেখির পাশাপাশি অধ্যয়নকে গুরুত্ব দিয়েছি। লেখকসুলভ প্রতিযোগিতায় আমরা ঢাকার বন্ধুদেরকে চমকে দিয়েছি, তারা আমাদেরকে হিসেব করতেন। এই ধারাবাহিকতা বজায় রেখে আরো এগিয়ে যেতে হবে আমাদের নতুন লিখিয়ে বন্ধুদেরকে।’

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, জৈন্তিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দৈনিক শ্যামল সিলেট-এর সম্পাদক, গীতিকার-নাট্যকার-কবি নূরুজ্জামান মনিকে নিয়ে আয়োজিত লেখক আড্ডায় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন।

গত সোমবার (১৫ মে) সন্ধ্যায় সিলেট এক্সপ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত সাইক্লোনের ২৪০তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মো. মাশুকুর রহমান।

তরুণ সাহিত্যকর্মী কবি ইফতেখার শামীমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক-গবেষক সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন কবি-প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি আমিনুল ইসলাম, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, সাহিত্যসমালোচক কবি বাছিত ইবনে হাবীব, এডভোকেট আবদুল মালিক, অধ্যাপিকা কবি জান্নাত আরা খান পান্না, ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের হেড অব স্কুল কবি লিমি চৌধুরী, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল কবি সেনোয়ারা আক্তার চিনু, কবি মাসুমা চৌধুরী রুমি। লেখা পাঠ করেন কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, কবি কামাল আহমদ, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল প্রমুখ।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারি ক্লাব অব সিলেট সাউথ-এর সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল মুহিত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি নূরুজ্জামান মনির হাতে সাইক্লোন লেখক সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Share





Related News

Comments are Closed