Main Menu

‘নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সরকারের সাফল্য ম্লান হচ্ছে’

বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, পবিত্র রমজানের সিয়াম সাধনা ও ঈদুল ফিতরের পর নিত্যপণ্য যেমন ভোজ্য তেল, আলু, পিয়াজ, রসুন, আদা আটা-ময়দা, জীবন রক্ষাকারী ঔষদের দাম পাগলা ঘোড়ার মত প্রতিদিনই বেড়েই চলেছে।

অন্যদিকে সরকারের কিছু মন্ত্রী ও এমপি, কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন লুটপাটের ফলে সর্বত্র চরম অস্থিরতা বিরাজ করছে। মধ্যবিত্ত, নিন্মবিত্ত, সাধারণ খেটে খাওয়া মানুষের অবস্থা একেবারেই চিড়ে চ্যাপটা।

বিশ্ব ব্যাংকের কথায় দাম সমন্বয়ের নামে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি এবং বৃদ্ধির খবরে অতি মুনাফাখোররা জনগণের পকেট খালি করে নিয়ে যাচ্ছে।

গত ৮ মে দৈনিক আমাদের সময়ে প্রকাশিত “চিনিতে প্রতিদিন লুট হচ্ছে ১৭ কোটি টাকা”।

দেশবাসীর প্রশ্ন, বৈশ্বিক করোনা, অর্থনৈতিক মন্দা, ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন জটিল সমস্যা সমাধানে বর্তমান সরকার যে ভাবে সামাল দিয়েছেন তা সর্বত্রই প্রশংসিত। অথচ এই সরকার নিত্যপণ্য ও জীবন রক্ষাকারী ঔষধের দাম অব্যাহত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না।

সরকার দলের বড় বড় মন্ত্রী-এমপিরা দলের সাধারণ নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সেই সমস্ত নেতাকর্মীরা ভোটের সময় কোন দিকে যাবে তা এখনই ভাবতে হবে।

এদিকে দ্রব্যমূল্যের চরম মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণের হৃদয়ে রক্তক্ষণ হচ্ছে। দ্রব্যমূল্য ও জীবন রক্ষাকারী ঔষধের দাম সরকারকে দ্রুত নিয়ন্ত্রণ করার জোর দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অনথ্যায় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় সরকারের অনেক সাফল্য দিন দিন ম্লান হচ্ছে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed