ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এমনটি জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। নিহতদের মধ্য নারী ও শিশু রয়েছে। এছাড়াও ২০-৩৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকালে এ হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। দেশটির মধ্যপ্রদেশের খারগোনে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতুর রেলিং ভেঙেপড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় জরুরি পরিষেবা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে সরকার। এছাড়াও দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে।
Related News

১৭ দিন পর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিক উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে ধসে পড়া সুড়ঙ্গে প্রায় ১৭ দিন ধরে আটকে থাকা ৪১ শ্রমিককেRead More

ইউরোপে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, ফ্রান্সে সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক : শীতের শুরুতেই প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বার্ড ফ্লু। এবছরওRead More
Comments are Closed