Main Menu

সরকারি হাসপাতালে শুরু হচ্ছে চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’

বৈশাখী নিউজ ডেস্ক : সরকারি হাসপাতালের চিকিৎসকরা এখন থেকে নির্দিষ্ট ফির বিনিময়ে হাসপাতালে বসেই ব্যক্তিগত রোগী দেখতে পারবেন; যে কার্যক্রম শুরু হবে আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার থেকে।

একজন চিকিৎসক সপ্তাহে দুদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত ফি’র বিনিময়ে রোগী দেখতে পারবেন।

সোমবার (২৭ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে এ সেবা মিলবে। পরে বাকি জেলা ও উপজেলা হাসপাতালে এ সেবা দেওয়া হবে।

এদিন সচিবালয়ে ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নীতিমালা ২০২৩’ সংক্রান্ত সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।

জাহিদ মালেক বলেন, হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের জন্য একজন অধ্যাপককে ৫০০ টাকা ফি দিতে হবে। তিনি ৪০০ টাকা পাবেন। সিনিয়র কনসালটেন্ট ৩০০ টাকা, সহকারী অধ্যাপক পর্যায়ের চিকিৎসক ২০০ টাকা করে পাবেন। রোগী দেখায় চিকিৎসককে সহায়তা করবেন মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সরা। তারা পাবেন ৫০ টাকা করে।

“৩০ মার্চ থেকে পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস চালু করার চেষ্টা করছি। নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুদিন করে কাজ করবেন। তারা যে সেবা দেবেন, তার বিনিময়ে তাদের সম্মানী নির্ধারণ করা হয়েছে। তার একটি অংশ পাবেন চিকিৎসকরা, বাকিটা অন্যরা। সরকারও একটি অংশ পাবে।”

Share





Related News

Comments are Closed