Main Menu

সিলেটে বিশ্ব কবিতা দিবস উদযাপিত

বৈশাখী নিউজ ডেস্ক: “বিভাজনের তিমিরে কবিতা-ই সমতা”- এই প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার (২১ মার্চ) সিলেটে বিশ্ব কবিতা দিবস উদযাপিত হয়।

থিয়েটার একদল ফিনিক্সের আয়োজনে “মানুষের জন্য কবিতা” শিরোনামের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হাসনাত স্বপন।

ইমন হাসান এর সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের নবনির্বাচিত সভাপতি রজতকান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন জাদু, আবৃত্তিশিল্পী অধ্যাপক শামীমা চৌধুরী এবং সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ।

অধ্যাপক শামীমা চৌধুরী তাঁর বক্তব্যে বলেন- “শ্রেণী-গোত্র-ধর্মীয় বিভাজনের এই সময়ে কবিতাই আমাদেরকে ঐক্য ও আদর্শে বলীয়ান করে তুলবে। আর কবিতার মাধ্যমেই এই সময়ের মানুষেরা পৌঁছে যাবে ঐ সময়ের মানুষের কাছে।”

উল্লেখ্য, ইউনেস্কো ১৯৯৯ সালের ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। একদল ফিনিক্স জন্মলগ্ন থেকে প্রতি বছর এই দিবসটি পালন করে আসছে।

 

Share





Related News

Comments are Closed