শনিবার সিলেটে যেসব এলাকায় টানা থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন সিলেটের কয়েকটি এলাকায় আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১১ জানুয়ারি) ১১ কেভি ক্বীন ব্রীজ ফিডারের আওতাধীন মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছ আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতুমিয়া পয়েন্ট ও তার আশেপাশের এলাকা এবং ১১ কেভি জল্লারপাড় ফিডারের আওতাধীন দাড়িয়া পাড়া, জামতলা, খুলিয়াপুলা, জল্লারপাড়, লামাবাজার, সরষপুর গলি, মির্জাজাঙ্গাল, পশ্চিম জিন্দাবাজর (আংশিক) এলাকায় সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকগনের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
Related News

সিলেট এমসি কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে এমসি কলেজের এক ছাত্রীর ঝুলন্তRead More

সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (১১ ডিসেম্বর) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহRead More
Comments are Closed