বিশ্বনাথে প্রবাসী বিএনপি নেতার শীতবস্ত্র ও অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিনের উদ্যোগে এলাকার আড়াই শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি সোমবার বিকেলে বিশ্বনাথ পৌরসভার অংলকারী গ্রামে মোঃ জামাল উদ্দিনের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ওল্ডহাম বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলয়াস আলীর একান্ত সচিব মোঃ ময়নুল হক। মানুষের দুঃসময়ে দেশে বিদেশে থাকা বিএনপি নেতারা বসে থাকেন না উল্লেখ করে ময়নুল হক বলেন, বন্যা খরা কিম্বা শীতার্ত মানুষের পাশে জননেতা এম. ইলিয়াস আলী যেভাবে দাঁড়াতেন তেমনি তার আদর্শের নেতাকর্মীরা তার অনুপস্থিতিতে মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াচ্ছেন।
জনকল্যাণ মূলক এসব কাজের প্রশংসা করে তিনি ইলিয়াস পরিবার ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, তাহসিনা রুশদীর লুনার পক্ষ থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শুকুর আলী, এলাকার প্রবীণ মুরব্বি হাজী মুসলিম আলী, আপ্তাব আলী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু, বিএনপি নেতা হাফিজ আরব খান, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, বিশ্বনাথ পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন-অলংকারী ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জাকির হোসেন। বিজ্ঞপ্তি
Related News

মাকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন প্রবাসী সন্তানরা
বিশ্বনাথ প্রতিনিধি : শীতার্থ মানুষের কষ্ট লাগবে সিলেটের বিশ্বনাথে গর্ভধারীনি মাকে সাথে নিয়ে শীতবস্ত্র (কম্বল)Read More

বিশ্বনাথে হাওর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওর থেকে আশক আলী (৭২) নামের এক বৃদ্ধের মরদেহRead More
Comments are Closed