বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন আর নেই।শনিবার রাত পৌণে ১১টার দিকে তিনি মারা যান। ইন্নালিল্লাহি….রাজিউন)। আজ রোববার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিএনপি দপ্তরের সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে চক্ষু হাসপাতাল, বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে রোববার (১ জানুয়ারি) বিকেলে আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুবকে দাফন করা হবে।
এর আগে, গত ২৬ ডিসেম্বর খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে পানি আসায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।
Related News

কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানRead More

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল
ডেস্ক রিপোর্ট: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামRead More
Comments are Closed