Main Menu

সিলেটে পাঁচদিন ধরে কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর এলাকার সাদারপাড় থেকে এক কিশোর গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম ইকবাল। বয়স ১৭ বছর।

গত ১৮ নভেম্বর সকাল ৭টার দিকে উপশহরের তেররতন এলাকার সাদারপাড়ের মকবুল মিয়ার কলোনীর ভাড়া বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরেনি বলে জিডিতে উল্লেখ করেছেন তার বড় ভাই রাজ্জাক মিয়া।

ইকবালকে চেনাজানা প্রায় সব জায়গায়ই খোঁজা হয়েছে। এখন তিনি পুলিশের সহযোগীতা চেয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়রি করেছেন।

নিখোঁজের সময় তার পরনে ছিল আকাশি রঙের প্যান্ট ও সাদা শার্ট। তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুটের মতো। মাথায় লম্বা চুল এবং দেখতে হাল্কা-পাতলা গড়নের। গায়ের রঙ শ্যামলা।

কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭৫২৫৪৬৫৬১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed