Main Menu

শাবির সমাজবিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে কেন্দ্রীয় মিলনায়তনে “৫০ বছরে বাংলাদেশের অর্জন-প্রত্যাশা এবং চ্যালেঞ্জ‍‍” শীর্ষক দুই দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলনের অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘মন্ত্রী উদাহরণ দিয়ে তিনি বলেন, গ্রামে ছোটখাটো বিলটিল আছে, সেখানে মাছ থাকে। এগুলো আবহমানকাল ধরে গ্রামের মানুষ ধরে খায়। কিন্তু এটাকে এখন আইন করে ইজারা দিয়ে দেওয়া হচ্ছে। ইজারা নিচ্ছে আমাদের মতো মানুষ যার অর্থ আছে, টাকা আছে। এই যে বললাম বিধিবদ্ধভাবে এবং আইনিভাবে স্থাপিত। এখান থেকে দরিদ্র লোকজন নিজে পরিশ্রম করে প্রাকৃতিক প্রোটিন পেত। কিন্তু সেটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এমন অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো।’

পরিকল্পনা মন্ত্রী শেখ হাসিনার চাকরি করেন না উল্লেখ করে বলেন, ‘আমরা দশ-পনের বছর বিভ্রান্তির পরে একটা ট্র‌্যাকে আসছি বলে মনে করি। এটা আমি শেখ হাসিনাকে খুশি করার জন্য বলছি না৷ আমি উনার চাকরি করি না। আমি উনার ক্যাবিনেট কলিক। আমি দল করি, উনি আমাকে সঙ্গে নিয়েছেন। উনাকে খুশি করতে হবে না। উনি আমার ক্যাপ্টেন, বড় ক্যাপ্টেন। আমি তাঁর কথা মানি। তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে দরকার আমাদের গুছিয়ে চলা।’ তাছাড়াও তিনি সামাজিক স্থিতিশীলতার প্রয়োজনের কথা বলেন।’

এদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে সিলেট পর্যটন এলাকার সমস্যা উল্লেখ করে বলেন, ‘সিলেট পর্যটকদের প্রথম পছন্দ। এখানকার রাস্তাঘাট চমৎকার। কিন্তু পর্যটন এলাকায় পর্যটকদের যথেষ্ট স্যানিটেশন ব্যবস্থা নেই এবং নিরাপত্তা কম। তিনি মন্ত্রীকে এবিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানান।’

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন সংক্ষেপে বিষয়বস্তু তুলে ধরেন। এছাড়াও সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান সমাপনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলিটিক্যাল স্টাডিস বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকী রনি।

অন্যদিকে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কি, ভারত, মঙ্গোলীয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের ৯৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় ৭ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশ নেন। দুই দিনে মোট ১৪টি সেশনে সশরীরে এবং দু’টি সেশনে ভার্চ্যুয়ালি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে।

Share





Related News

Comments are Closed