Main Menu

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৫ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে; যা এতদিন ৮৪ হাজার ৫৬৪ টাকা ছিল।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের ৬৮ হাজার ১১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৬ হাজার ৪৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে।

Share





Comments are Closed