Main Menu

প্রকল্পের নামে শাল্লায় কোটি টাকা লোপাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন স্বাক্ষরিত সুনামগঞ্জের শাল্লায় অতি দরিদ্রদের জন্য সরকারের কাবিখা, কাবিটা ও টিআরের ২৫৫টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ আমলে নেয়ার দাবী জানিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক দেবজিৎ সিংহ এর কাছে অভিযোগ পত্র দাখিল করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

পরে নেতৃবৃন্দ অনুরূপ আরেকটি অভিযোগপত্র দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট কার্যালয়ের পরিচালক এর কাছে প্রদান করেন।

দাখিলকৃত অভিযোগ পত্রে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ তারিখে বহুল প্রচারিত জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার শেষ পৃষ্ঠার ২ ও ৩ এর কলামে “কথিত প্রকল্পের নামে কোটি টাকা লোপাটের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবন্দের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে প্রকাশ- কিছু প্রকল্পের অস্তিত্ব নেই, কিছু প্রকল্পে কোন কাজই হয়নি। এমন নাম সর্বস্ব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে তছরুফ করা হয়েছে কোটি টাকা।

সুনামগঞ্জের শাল্লায় অতি দরিদ্রের জন্য সরকারের কাবিখা, কাবিটা ও টিআরের ২৫৫টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ ওঠেছে। গত অর্থবছরে উপজেলার ৪টি ইউনিয়নে এসব প্রকল্প বাস্তবায়নে ৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৮৮৫ টাকা, ১২৯ মেট্রিক টন চাল ও ১০৬ মেট্রিক টন গম বরাদ্দ আসে। কাজ সম্পন্ন দেখিয়ে মোট বরাদ্দের ৪ কোটি ১৯ লাখ ১৭ হাজার ৩২৫ টাকা এবং সব চাল ও গম তোলে নেয়া হয়েছে।

গত ২৫, ২৬ ও ২৭ আগস্ট প্রথম আলো’র এই প্রতিবেদক ৪০টি প্রকল্প এলাকায় সরেজমিনে যান। এর মধ্যে ১৮টি স্থানে প্রকল্পে কোন অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি। কাগজে লেখা থাকলেও বাস্তবে এসব প্রকল্প বাস্তবায়নের চিত্র দেখা যায়নি। ৫টিতে সঠিক ভাবে কাজ হওয়ার চিত্র দেখা গেলেও ১৭টিতে নামমাত্র কাজ হতে দেখা গেছে।

এই বিষয়ে দিরাই-শাল্লা আসনের মাননীয় সংসদ সদস্য জয়া সেন গুপ্তা ও কৃষকলীগ নেতা সহ স্থানীয় উন্নয়ন বঞ্চিত ভুক্তভোগীদের বক্তব্য প্রথম আলোতে তোলে ধরা হয়েছে।

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের মাধ্যমে লুটপাটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আদনান খান হেলাল, সন্তুষ দেব প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed