Main Menu

ট্রাকের পেছনে গ্রীণলাইনের ধাক্কা, বাসচালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গ্রীণলাইন পরিবহনের দ্রুতগতির একটি বাসের ধাক্কায় বাসচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের আরও তিন যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম মো. আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে এবং আহতরা হলেন-মো. তৈমুর খান, মো. রাজু মিয়া ও তরিকুল ইসলাম।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে মিরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রীণলাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসচালকের মৃত্যু হয়। এ সময় বাসে থাকা আরও তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ আরম্ভ করি। এসময় আটকে পড়া বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়। বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে গেছে।

Share





Related News

Comments are Closed