Main Menu

ওসমানীনগরে লন্ডন প্রবাসী বাবা-ছেলের দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সোয়া ২টায় দয়ামীর ইউনিয়নের পারকুল মাদরাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে দুপুর আড়াইটায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মারা যাওয়া দুজন হলেন দয়ামীর ইউনিয়নের ধিরারাই খাতুপুর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম (১৬)।

জানাযার নামাজে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, ওসমনাীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী ও দায়মীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিনসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থতি ছিলেন।

এদিক, ঘটনার চারদিন অতিবাহিত হলেও তাদের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন হয়নি।

বুধবার (২৭ জুলাই) বিকেলে নিহত দুই প্রবাসীর লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ জুলাই) সিলেটের ওসমানীনগরের তাজপুর স্কুল রোডের একটি বাসা থেকে একই পরিবারের ৫ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। হাসপাতালে নেয়ার পর উপজেলার দয়ামীর ইউনিয়নের ধিরারাই (খাতিপুর) গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম (৫০) ও তার ছোট ছেলে মাইকুল ইসলাম (১৬) মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামের স্ত্রী হুছনারা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) এবং মেয়ে সামিরা ইসলামকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে নিহতরে স্ত্রী হুসনেআরা ও ছেলে সাদিকুল ইসলামের শারীরিক অবস্থা ভাল রয়েছে তবে তার একমাত্র মেয়ে সামিরা বেগমের অবস্থা আশংকাজনক রয়েছেরয়েছে বলে জানা গেছে।

এদিকে নিহত প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম নিহত এবং পরিবারের অন্য তিন সদস্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার খবর পেয়ে নিহতের ছোট দুই ভাই শফিকুল ইসলাম, বিজেকুল ইসলাম, বোন শাহীনা বেগম ও মা জরিনা বেগম বুধবার দুপুর আড়াইটার দিকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন।

Share





Related News

Comments are Closed