পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ৩০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একলাফে প্রতি লিটারে পেট্রোল-ডিজেল-কেরোসিনের দাম বেড়েছে ৩০ রুপি করে। বৃহস্পতিবার (২৬ মে) দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার মধ্যরাত থেকেই এ বর্ধিত দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটারে ৩০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে মিফতাহ ইসমাইল বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরায় শুরু করার জন্য মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে বর্তমানে পেট্রলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন তেলের দাম ১৫৫ দশমিক ৫৬ রুপি এবং লাইট ডিজেলের দাম ১৪৮ দশমিক ৩১ রুপিতে।
পাকিস্তানের অর্থমন্ত্রী আরও বলেন, পেট্রলিয়াম পণ্যের দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে আর কোনো উপায় ছিল না। এমনকি মূল্যবৃদ্ধির পরও প্রতি লিটার ডিজেলে সরকার ৫৬ রুপি ক্ষতি বহন করছে।
তিনি বলেন, মূল্যবৃদ্ধির পদক্ষেপ না নিলে দেশ ‘ভুল পথে’ যেতে পারতো।
এমনকি দাম বাড়ানোর এ সিদ্ধান্তটি নেওয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জন্যও বেশ কঠিন ছিল জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতির স্বার্থে রাষ্ট্রকে ডুবতে দিতে পারি না।’
Related News

মক্কায় প্রচণ্ড ঝড়-বজ্রপাত, ডুবেছে রাস্তা
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ব্যাপক ঝড় ও বৃষ্টির জেরে বহু রাস্তাRead More

পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক : পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। শুক্রবার (৮ ডিসেম্বর) দেওয়া এক আদেশে,Read More
Comments are Closed