কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ভ‚মি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ মে) সকাল ১১টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা গ্রহীতাদের মধ্যে অন লাইনে আবেদনের প্রেক্ষিতে নামজারি ফর্সা প্রদানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
সৈয়দ মোত্তাকিন বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, মুন্সীবাজার ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তা নিত্য গোপাল গোস্বামী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার মো. শামসুল হুদা, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. শওকত আলী, কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা ইবুংহাল শ্যামল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার জানান, ভ‚মি সেবা সপ্তাহ উপলক্ষে মন্ত্রণালয় নির্দেশিত সকল সেবা প্রদান করা হচ্ছে, ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। ই-নামজারি ভূমি উন্নয়ন কর আদায় ও অন লাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানী, মিস কেইসের দ্রুত নিস্পত্তিকরন, ভূমি উন্নয়ন কর আদায়ে মাইকিং করে সচেতনতা সৃষ্টি, মুজিববর্ষের ঘর নির্মাণে খাস ভূমি উদ্ধার কাজসহ বিভিন্ন সেবা কাজ করে যাচ্ছে। তিনি দালালদের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি ভূমি অফিসে এসে ই-নামজারির আবেদন করতে সেবা গ্রহীতাদের আহবান জানান।
Related News

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কমলগঞ্জে আনন্দ শোভাযাত্রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার (২৫ জুন) বিকালRead More

কুলাউড়ায় রেললাইন পানির নিচে, ট্রেন যোগাযোগ নিয়ে শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-আখাউড়া রেল পথের মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ফানাই-আনফানাই নদী এলাকায় ফানাই ব্রিজেরRead More
Comments are Closed