Main Menu

বুধবার সিলেটে বসবে ইউকে এডুকেশন ফেয়ার

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিয়ে বুধবার (১৮ মে) সিলেটে বসছে ইউকে এডুকেশন ফেয়ার। ইএন গ্লোবাল এডুকেশনের উদ্যোগে নগরের গ্রান্ড প্যালেস হোটেলে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফেয়ার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

মঙ্গলবার বিকেলে নগরের মীরবক্সটুলস্থ ইএন গ্লোবাল এডুকেশন আয়োজিত এক মতবিনিমিয় সভায় এ সব তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন ইএন গ্লোবাল এডুকেশনের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন ইমন, সিলেট ব্রাঞ্চ ম্যানেজার ইকবাল মাহমুদ, ডেভেলপমেন্ট ম্যানেজার মিনহাজুর রহমান, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশনের প্রতিনিধি ফয়সল আহমদ, হার্টফোর্ড শেয়ার বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি ডিরেক্টর নাজমুল ইসলাম, প্রতিনিধি মেহেদী হাসান, ইএন গ্লোবাল এডুকেশনের সহযোগী ব্যবস্থাপক তানভীর হোসেন।

সভায় জানানো হয়, এটি দেশের সবচেয়ে বড় ইউকে এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের প্রায় ৬৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সরাসরি ও ভার্চুয়ালি এই ফেরারের উপস্থিত থাকবে। কোনো শিক্ষার্থী যদি মেলায় তার একাডেমিক সনদ ও পাসপোর্টের কপি নিয়ে আসে তাহলে সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়াও যেকোনো শিক্ষার্থী মেলায় এসে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য জানতে পারবে। মেলায় যুক্তরাজ্যের পড়াশোনা করার বিষয়ে খরচসহ অন্যান্য বিষয়ে সব ধরনের তথ্য সরবরাহ করা হবে।

সভায় আরও জানানো হয়, মেলায় প্রবেশ করতে কোনো ধরনের ফি এর প্রয়োজন হবে না। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যুক্তরাজ্যের উচ্চ শিক্ষার বিষয়ে সব ধরনের তথ্য পেতে মেলায় অংশ নিতে পারবেন। এছাড়া মেলা ছাড়াও নগরীর মীরবক্সটুলাস্থ ইএন গ্লোবাল এডুকেশনের কার্যালয়ে এসেও যুক্তরাজ্যে পড়াশোনার বিষয়ে সব ধরনের তথ্য জানা যাবে।

Share





Related News

Comments are Closed