সিলেটের শতবর্ষী আলেম বাঘার হুজুর আর নেই
আতিকুর রহমান নগরী : বৃহত্তর সিলেটের শতবর্ষী আলেমেদ্বীন, জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপন মাদরাসার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম, হযরত শায়খে কৌড়িয়া রাহ’র খলিফা আল্লামা শায়খ হাফিজ মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনিসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিন বাঘা মদনী মহল্লায় তাঁর পৈতৃক নিবাস।
বুধবার বিকেল ৩ টায় তাঁর নিজ কর্মস্থল গলমুকাপন মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা শেষে পাশ^বর্তি ঈশাগ্রাই গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা মাসউদ আহমদ শিক্ষাজীবন শেষে ওসমানীনগরের জামেয়া গহরপুরে শিক্ষাসচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি দীর্ঘ ৬৭ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককতা পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দু’টি মাদরাসায় বুখারীর দারস প্রদান করতেন। ময়মনসিংহের প্রখ্যাত আলেম আল্লামা গিয়াস উদ্দিন বালিয়া, মাওলানা আব্দুল আজীজ দয়ামিরী, শায়খুল হাদিস হুসাইন আহমদ উমরপুরি, শায়খুল হাদিস মখলিছুর রহমান কিয়ামপুরি, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম বিশ্বনাথী, শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরি, হযরত মাওলানা শায়খ আব্দুস শহীদ গলমুকাপনীসহ দেশে-বিদেশে অসংখ্য হাদিসের ছাত্র রয়েছেন তাঁর।
প্রবীণ এই আলেমের মৃত্যু সংবাদ বিদ্যুৎবেগে পুরো সিলেটে ছড়িয়ে পড়লে কওমি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন, জামিয়া দরগাহ’র মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। তারা মরহুমের রুহুের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আন্দোলন বাংলাদেশ এর শোক;
নিভৃতচারী বিজ্ঞ এই আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বাঘার হুজুরের ইন্তেকালে আমরা ইলমে হাদীসের এক জ্ঞানভান্ডারকে হারিয়েছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ আসনে সমাসীন করেন। শোকাভিভূত পরিবার পরিজনের ধৈর্য্য ধারণের তৌফিক দান করেন।
Related News

কক্সবাজার যাওয়া ছয় শ্রমিককে ২০ হাজার টাকা করে বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে কক্সবাজার গিয়ে ৬দিনRead More

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শিক্ষার ক্ষেত্রে আমার সুনজর রয়েছে: সৈয়দা আদিবা হোসেন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেনRead More
Comments are Closed