দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২১ নারী ও শিশু

বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি নারী ও শিশুকে বেনাপোল বন্দর দিয়ে স্বদেশ প্রত্যাবাসন আইনে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি এসব নারী শিশুদের বেনাপোল সীমান্তে ফেরত পাঠায়।
৩ থেকে ৫ বছর আগে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের প্রলোভনে এরা দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে গিয়েছিল।
এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদেরকে ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে।
আইনি ব্যবস্থাপনা শেষে রাষ্ট্রীয় প্রক্রিয়ায় দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।
ফেরত আসা নারী, শিশুদের আইনি সহায়তা প্রদান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রহণ করেছে বাংলাদেশি মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে তিনটি সংস্থা।
ফেরত আসা ২১ বাংলাদেশির মধ্যে ১৫ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, খুলনা, ঢাকা ও বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলে।
এদিকে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দুর্বল হওয়ায় দিন দিন পাচার বাড়ছে বলে অভিমত মানবাধিকার কর্মীদের। ফেরত আসা নারীদের ফিরে পেয়ে খুশি অভিভাবকরা। তবে পাচারকারীদের শাস্তি চেয়েছেন ভুক্তভোগী নারী ও তাদের অভিভাবকরা।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির মানবাধিকার কর্মী রেখা বিশ্বাস জানান, ভালো কাজের কথা বলে ভারতে নিয়ে দালালরা নানান ঝুঁকিমূলক কাজে এসব নারী ও শিশুদের ব্যবহার করত। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। ফেরত আসা এসব নারীদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে মানবাধিকার সংস্থাগুলো।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কুমার মল্লিক জানান, প্রতি বছর দেশের বিভিন্ন সীমান্তপথে হাজার হাজার নারী ও শিশু পাচার হচ্ছে। পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দুর্বল হওয়ায় কোনোভাবে থামছে নারী ও শিশু পাচার।
Related News

অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক বৈচিত্র্যই জাতিগত ঐক্যের প্রধান শক্তি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: অন্তভুক্তিমূলক জাতিতাত্ত্বিক বহুত্ববাদ কার্যকর রাষ্ট্রবিনির্মাণের প্রধান শক্তি। কেননা, জনজাতির সাংস্কৃতিকRead More

ফেসবুকে প্রেম, বিয়ের পর প্রেমিকাকে ভারতে পাচার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোহেলের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্কে জড়ান নুর নাহারRead More
Comments are Closed