Main Menu

কানাইঘাটে আ.লীগ ২, বিদ্রোহী ১, স্বতন্ত্র ৬ বিজয়ী

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার নয় ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের অপ্রীতির ঘটনা ছাড়াই কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোটের ফলাফলে আওয়ামীলীগ-২, বিদ্রোহী-১, স্বতন্ত্র-৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তমিজ (নৌকা), ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে জমিয়ত সমর্থিত প্রার্থী মাও. জামাল উদ্দিন (খেজুরগাছ), ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী মুহিন (মোটর সাইকেল), ৪নং সাতবাঁক ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী আবু তায়্যিব শামীম (চশমা), ৫নং বড়চতুল ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মালিক চৌধুরী (আনারস), ৬নং সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আফছার আহমদ চৌধুরী (নৌকা), ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাস্টার লোকমান আহমদ (মোটর সাইকেল), ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আবু বক্কর (আনারস), ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে জমিয়ত সমর্থিত প্রার্থী মাওঃ শামসুল ইসলাম (খেজুরগাছ) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।

 

Share





Related News

Comments are Closed