মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা ৬ ডিসেম্বর সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের সিলেটের ন্যায্য দাবী-দাওয়া প্রশাসন পূরণ না করে অবহেলায় রেখেছে। এতে স্থানীয় অধিবাসীরা সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়দের বদলে অস্থানীয়রা চাকুরী পাচ্ছে।
নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে মৌলভীবাজার সদরে সরকারি ভাবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণার দাবী জানান। তারা বলেন, মৌলভীবাজারবাসীর ন্যায্য দাবীর প্রতি বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ সমর্থন করেছে।
সভায় মহানগরসহ বৃহত্তর সিলেট অঞ্চলে সংঘটিত চুরি, ডাকাতি, মদ, জুয়ার আসর, পতিতাবৃত্তি অনতিবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে এসব অপরাধ দমনে প্রশাসনকে অভিযান চালানোর দাবী জানানো হয়।
সভায় সরকারিভাবে গৃহিত সিলেটের উন্নয়ন প্রকল্প সমূহ দ্রুত গতিতে সমাপ্তি, ফুটপাত হকারদের দখলমুক্ত করতে, স্থানীয় অধিবাসীদের নাগরিক সুবিধা সেবা জোরদার করতে দাবী জানানো হয়।
সভায় বৃহত্তর সিলেটের সকল রাস্তাঘাট মেরামত, সংস্কার এবং বিভিন্ন এলাকায় নদী খনন ও ভাঙ্গন প্রতিরোধে সরকারি ভাবে উদ্যোগ গ্রহণের জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, বদরুজ্জামান কাবুল, আবুল কাশেম হেলাল তাপাদার, মুহিবুর রহমান ফটিক প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেল, গণপরিবহণ, সকল পণ্যের মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলা জেলা ছাত্রদলেরRead More

সিলেটে দুদিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া নুরানী ১০৬/এ আবাসিক এলাকা থেকে মোঃ শফিকRead More
Comments are Closed