‘ভাটি বাঙলার উচ্ছ্বাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
বৈশাখী নিউজ ডেস্ক: অধ্যাপক নূরল আমীন’র ‘ভাটি বাঙলার উচ্ছ্বাস’ কবিতাবই প্রকাশিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরের জিন্দাবাজারের কাকলী শপিং সেন্টারে বুনন প্রকাশনির নিজস্ব অফিসে আমন্ত্রিত অতিথিরা মোড়ক উন্মেচন করেন।
নূরল আমীন’র ‘ভাটি বাঙলার উচ্ছ্বাস’ কবিতাবইয়ের কবিতা সমূহ হলো: ধরণী বিষাদ, অনিবার্ণ শিখা, অধরার শূন্য, হত ভাগিনী মা, নারীর পরিচয়, বিয়ার সাজন, প্রিয়সী তুমি, অনাসৃষ্টি, ফিরে আয়, উষার, প্রেম, গর্ভধারিনী মা, সিংহই বিড়াাল, তামাশা সভ্যতা চমক্কার, গতি, রক্ত চিঠি, রক্তঝড়া, শিখড়, ভালােবাসিবার বিশ্রাম, আরজি, উৎসর্গ, অন্তহীন প্রক্রিয়া, বনবীথিকা, হাদারাম, অকৃতজ্ঞ, নিয়তি, আহ্বান, মুক্তির পথ, মানবতার যুগে, মাটি মানুষের দান, মুক্তির রোদন, জীবনের অংক, বিয়ের গান, প্রিয় স্বাধীনতা, প্রণয় হাট, ধন্য পরশ , রাহুগ্রস্থ বাংলাদেশ, পাগল খানা টোকাই, পিরিতের বাগান , রাজদন্ড, লক্ষ্মী বউ, মূল্যহীন ভালােবাসা, কথার ভিড়।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, বুনন সম্পাদক ও প্রকাশক কবি খালেদ উদ-দীন, সিলেট মিডিয়া সভাপতি সাংবাদিক আহমেদ বকুল, কবি জাকির মোহাম্মদ, লেখক ও প্রাবন্ধিক আল-আমিন, প্রভাষক মো. আলাউদ্দিন, কবি মঞ্জর মোহাম্মদ, সুফী আকবর প্রমুখ।
Related News
সিলেটে অষ্টাদশ কেমুসাস বইমেলার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগেRead More
বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন ৮ ও ৯ নভেম্বর
সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজারে আগামী ৮Read More
Comments are Closed