Main Menu

সিলেটে ফটোসাংবাদিক টিপু সাইবার মামলায় গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সবুজ সিলেটের সিনিয়র ফটোগ্রাফার নিজাম উদ্দিন টিপু কে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় নগরীর শিবগঞ্জ পয়েন্ট থেকে শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। টিপু এসএমপির শাহপরান (রহ.) থানার একটি মামলার পলাতক আসামী।

গত ১৭ অক্টোবর সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমানসহ পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ বাপ্পি, হৃদয়, নিজাম উদ্দিন টিপুসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলা নং-১০। এ মামলায় সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, স্টাফ রিপোর্টার বাপ্পি ও হৃদয় উচ্চ আদালত থেকে জামিন নিলেও নিজাম উদ্দিন টিপু জামিন নেননি।

মামলার অধিকতর তদন্তের স্বার্থে নিজাম উদ্দিন টিপুকে রিমান্ডে আনা হচ্ছে বলে থানা সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর মুজিবুর রহমানসহ সিলেটের আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/২৪(২)/২৫(২)/২৬(২)/২৯(১)/৩১(২)/৩৫ ধারায় একটি মামলা রেকর্ড করে শাহপরাণ (র.) থানা পুলিশ। মামলা নং-১০।

Share





Related News

Comments are Closed