Main Menu

সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫৫ জন। আর এসময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০০ জন।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৮৯ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ১৫৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮০৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৬২৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৩০ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০০ জন। এরমধ্যে সিলেট জেলার ৭৭ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ৪ জন ও মৌলভীবাজারে আরও ১৩ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ১৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৬৬২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৯৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে আরও ১ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৬ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৭ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটের ১ জন, সুনামগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছন।

গত বছরের মার্চ থেকে এ বছরের ২৫ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed