Main Menu

জগন্নাথপুরে বিকাশ প্রতারকচক্রের ৩ জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বিকাশ প্রতারকচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জগন্নাথপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ওই চক্রটি দীর্ঘ দিনযাবৎ সাধারণ মানুষের সাথে বিকাশের মাধ্যমে বিভিন্নভাবে প্রতারনা করে আসছিল। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় সাহাদুল (৪৫) এর বসত ঘর থেকে হাবিবপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে মোঃ ময়নুল হক (২৯), মৃত তহিরুল্লাহের ছেলে মোঃ হানিফ আহম্মেদ (৩৮) ও তার স্ত্রী মোছাঃ পারভিন বেগম (৩৮)-কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা, ক্যাবল ও ১৭টি চার্জার, বিভিন্ন ব্যাংকের ৪টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের ৪টি চেক বই, ১টি টেলিফোন, ১১টি মোবাইল ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত এবং আসামীদেরকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছাতক থানায় এ ব্যাপারে একটি মামলা রয়েছে। মামলা নং-২৯, তাং- ২৬/০৫/২০২১।

Share





Related News

Comments are Closed