সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আলী আনছার, খিজির হোসেন এনু, দেলওয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, রশিদুল হাসান খালেদ, দেওয়ান জাকির হোসেন খান, আবু আহমদ আনছারি, আলা উদ্দিন মনাই, মুমিনুর রহমান তানিম, মো. জাহেদ, দেওয়ান রেজা মজিদ, মাসুদ আহমদ কবির, মালেক বক্স, আজিজুর রহমান আজিজ, মো. আলী সুহেল, বাহার উদ্দিন, মালেক আহমদ, আফছর খান, সালেক আহমদ, সরওয়ার রেজা, কামরান হোসেন হেলাল, বুরহান উদ্দিন রাহেল, সৈয়দ আমীর আলী, মিশু খান, লুৎফুর রহমান, সেলিম আহমদ সেলু, সাকি হাজারী, খন্দকার মনিরুজ্জামান মনির, রুবেল বক্স, আব্দুল মনাফ, শওকত আলী জীবন, আবির হাসান মুহিন, মাইনুদ্দিন ময়নুল, আবুল কালাম সাহেদ, পাভেল আহমদ, গোলাম কিবরিয়া, জাহেদ আহমদ, হাবিবুর রহমান, কামাল আহমদ, আজিজ খান সজিব, জাহাঙ্গীর মিয়া, ফারুক আহমদ, জুনেদ আহমদ, দুলাল আহমদ, শফিক নুর বাবু, সাজ্জাদ হোসেন আরমান, সাইফুল ইসলাম উজ্জল, মোস্তাক আহমদ, সামসু ইসলাম, সৈয়দ আহমদ, মাহমুদুল হাসান, তাজ উদ্দিন, সমির গাজি, সৈয়দ আহমদ, এনাম আহমদ রাজ প্রমুখ।
Related News

‘অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার দখলের চেষ্টা করছে লাফার্জ’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার নিয়ন্ত্রনের চেষ্টা করছে বহুজাতিক কোম্পানী লাফার্স হোলসিম।Read More

‘সেন্ডমার্ক এগ্রো ফার্ম’ দখলে ষড়যন্ত্রে লিপ্ত কোম্পানীর এমডি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৪ সাল থেকে নেই সাধারণ সভা। নেই হিসেব-নিকাষ। শেয়ার হোল্ডাররা পাওনাRead More
Comments are Closed