নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে সিলেটে মোমবাতি প্রজ্জ্বলন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মাষ্টারমাইন স্কুলের ছাত্রী আনুশকাকে ধর্ষণ এবং হত্যা সহ দেশব্যাপী নারী ও শিশুদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর আলীয়া মাদ্রাসার সম্মুখে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট জেলা আহ্বায়ক ডা. শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহসিন শারমিন তামান্নার পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, নারী ও শিশু অধিকার ফোরাম সিলেট মহানগরের আহ্বায়ক অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সংগঠনের জেলা সদস্য বোরহান উদ্দিন, কল্লোল জ্যোতি বিশ^াস জয়, জয়নুল ইসলাম, খালেদ আহমদ হোসেন, মাসুম পারভেজ, জাকির হোসেন, মহিলা দল নেত্রী ফাতেমা জামান রুজি, মিনারা হোসেন, তানিয়া রহমান, আনোয়ারা খানম।
একাত্মতা পোষণ করে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. এহছানুল করিম মিশু, আলী আকরব রাজন, বিকাশ চন্দ্র দাস, কামরান উদ্দিন অপু, করিম শেখ, হাবিব মোল্লা, মুক্তার আহমদ, ছাল মিয়া, গফফার আহমদ প্রমুখ।
মোমবাতি প্রজ্জ্বল অনুষ্ঠানে বক্তারা বলেন, একের পর এক এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটে যাচ্ছে অথচ প্রশাসন দোষী ব্যক্তিদের গ্রেফতার করে এখনো শাস্তি দিতে পারেনি। বর্তমান সরকার নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বক্তারা বলেন, অনতিবিলম্বে এ ধরনের দোষীদের ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। বিজ্ঞপ্তি
Related News

‘অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার দখলের চেষ্টা করছে লাফার্জ’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার নিয়ন্ত্রনের চেষ্টা করছে বহুজাতিক কোম্পানী লাফার্স হোলসিম।Read More

‘সেন্ডমার্ক এগ্রো ফার্ম’ দখলে ষড়যন্ত্রে লিপ্ত কোম্পানীর এমডি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৪ সাল থেকে নেই সাধারণ সভা। নেই হিসেব-নিকাষ। শেয়ার হোল্ডাররা পাওনাRead More
Comments are Closed