সিলেটে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩০ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩৮ জনের মধ্যে ২৬ জন রোগীই সিলেট জেলায় বাসিন্দা। আর বিভাগের সুনামগঞ্জ জেলায় ৪ জন, মৌলভীবাজার জেলায় ২ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩০ জন রোগীর মধ্যে ২৯ জনই। একইদিন সিলেটের সুনামগঞ্জ জেলায় ও মৌলভীবাজার জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী সুস্থ না হলেও হবিগঞ্জে একজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৩৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৩৬৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৫৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৮৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ২৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৩২১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৩ জন।
Related News

জকিগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিরা বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনRead More

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর শাহপরাণ থানাধীন খাদিম এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধারRead More
Comments are Closed