ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে ২১টি শ্যালো মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ মিয়া। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে শ্যালো মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করছে একদল মুনাফালোভী ব্যবসায়ী। এমন সংবাদ পেয়ে রোববার অভিযানে নামে এসিল্যান্ড এরশাদ মিয়া নেতৃত্বাধীন টাস্কফোর্স। অভিযানকালে ২১টি শ্যালো মেশিন জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে এবং হাতুড়ি দিয়ে ভেঙ্গে ধ্বংস করা হয়। একই সময় পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ৩ হাজার ফুট পাইপ আগুনে পুড়ানো হয়।
অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের কোন বৈধতা নেই। এজন্য অভিযান চালানো হয়েছে।
Related News

সিলেটে বিষপানে যুবতীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কীটনাশন জাতীয় বিষ পান করার পর সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একRead More

করোনায় মারা গেলেন সিকৃবির প্রফেসর ড. মাহফুজুল হক
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচRead More
Comments are Closed