জগন্নাথপুর পৌর মেয়র পদে ভোট গ্রহন চলছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনের ভোট গ্রহন চলছে। শনিবার (১০ অক্টোবর) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলবে।
এবার পৌরসভার ২৮ হাজার ৫৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি ও আগামী ডিসেম্বর মাসে পৌরসভার মেয়াদ শেষ হতে যাওয়ায় ভোটারদের উপস্থিতি কম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নির্বাচনে ৪ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন (জগ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী ( মোবাইল ফোন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জানা যায়, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারী মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেব্রুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোটগ্রহণের তারিখ ছিল। নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ বৈশ্বিক মহামারী করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে প্রার্থীরা আবার মাঠে নামেন।
উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, নির্বাচনে ২৮হাজার ৫৫৯ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৩৮ এবং নারী ভোটার ১৪হাজার ২২১ জন। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে, নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ১০ জন ম্যাজিস্ট্রেট, ১১জন প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং ৭২ জন এবং পুলিং কর্মকর্তা ১৪৪ জনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।
Related News

সুনামগঞ্জে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে নির্মাণ কাজ শেষে হওয়ার আগেই ভেঙে পড়েছে একটি সেতু। সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কেরRead More

জগন্নাথপুরে ঘরে স্বামীর রক্তাক্ত লাশ, স্ত্রী উধাও
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলেক মিয়া (৫০) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেRead More
Comments are Closed