Main Menu

ছাত্রাবাসে গণধর্ষণকারী-আশ্রয়দাতাদের শাস্তি দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: এমসি কলেজে হোস্টেলে ৬ ছাত্রলীগ নেতা কর্তৃক তরুণী গণধর্ষণকারী ও তাদের আশ্রয়দাতাদের গ্রেফতার-বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৫টায় সিটি পয়েন্টে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সিপিবি নেতা নিরঞ্জন দাশ খোকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে শহিদ মিনার গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ কর্তৃক তরুণী গণধর্ষণের ঘটনা ন্যাক্কারজনক। নেতৃবৃন্দ, বিচারহীনতা-বিচারের দীর্ঘসূত্রতা-ভোগবাদী রাজনীতির কারণে সারাদেশের একের পর এক নারী ধর্ষণের যে ঘটনা ঘটছে তারই ধারাবাহিকতায় এমসি কলেজে হোস্টেলে ধর্ষণের গঠনা। নেতৃবৃন্দ অবিলম্বে এমসি কলেজে হোস্টেলে তরুণী ধর্ষণকারী ৬ ছাত্রলীগ নেতাসহ তাদের আশ্রয়দাতাদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

Share





Related News

Comments are Closed