দুর্গাপুর-কলমাকান্দা সড়কে খানাখন্দ, দ্রুত সংস্কার দাবি

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর-কলমাকান্দার প্রায় ২৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ কাজের মেয়াদ পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে জনসাধারণ। সড়কে খানাখন্দ থেকে গর্তগুলো এখন পুকুরে পরিণত হয়েছে। চরম ভোগান্তির শিকার হয়ে এলাকাবাসী এ নিয়ে ইতিমধ্যে মানববন্ধনও করেছে।
এদিকে নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, বৃষ্টি বাদল শেষ হলেই বাকি কাজ সম্পন্ন করা হবে। তবে আর বেশি কাজ বাকী নেই। অল্পই রয়েছে বলে জানান তিনি।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ২৪.২০৮ কিলোমিটার দূর্গাপুর-কলমাকান্দা সড়কের তিনটি প্যাকেজে মোট ২৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৩৭৯ টাকা প্রাক্কলন ব্যয়ে কাজের টেন্ডার হয়। তারমধ্যে গত ৫ জুলাই ডলি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২২ কোটি ৮৯ লক্ষ ৮ হাজার ৮৬৫ টাকায় চুক্তিবদ্ধ হয়ে ৫ আগস্ট কাজ শুরু করে। হিসেব মতে ২০১৯ সনের মে মাসে কাজ শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে ২০২০ সালের সেপ্টেম্বর মাস।
স্থানীয়রা জানান, পুরো সড়কের বেশির ভাগ এলাকাই এখনো মাটি আর সুকড়ী ফেলা। তার মধ্যে খানা খন্দকগুলো বড় হতে হতে এখন পুকুরে রূপ নিয়েছে। যেগুলোতে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নেত্রকোনা-কলমাকান্দা সড়ক বন্ধ থাকায় মানুষ ঢাকা ময়মনসিংহ নেত্রকোনায় কলমাকান্দা থেকে এই সড়কটিই ব্যাবহার করছে। এটি বর্তমানে মহা সড়কে পরিণত হয়েছে। কিন্তু এই সড়কে অর্ধেক কাজ করা হলেও সড়ক যেনো মরণ ফাঁদই রয়ে গেছে।
দূর্গাপুর উপজেলার পৌর শহরের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজ মিয়া সহ ভুক্তভোগীরা জানান, এসব খানাখন্দে গাড়ি পড়ে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি বিভিন্ন গাড়ি হঠাৎ আটকে বিকল হয়ে যাচ্ছে। অনেকেই ইতিমধ্যে মারা গেছেন আবার অনেকেই জীবিত আছেন পঙ্গু হয়েই। তাই দ্রত সড়কটি সংস্কারের দাবি জানান তারা।
Related News

দুর্গাপুরে পদ্মপুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: উচ্চ আদালতে আদেশ ব্যক্তিমালিকানধীন পুকুর হবে প্রাকৃতিক জলাধার। নেত্রকোনার দুর্গাপুরেRead More

নেত্রকোনায় ডিসি-ইউএনওর প্রত্যাহার দাবি
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে প্রচারণায় বাঁধার অভিযোগ তুলে জেলাRead More
Comments are Closed