Main Menu

সিলেটের দুই ল্যাবে ২০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শনিবার (১৯ সেপ্টেম্বর) আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ১৩ জন ও শাবির পিসিআর ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট বিভাগের চার জেলার াসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার করোনাভাইরাস শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ৩ জন চিকিৎসক রয়েছেন। আক্রান্ত ১৩ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন ও মৌলভীবাজার জেলার ৩ জন রয়েছেন।

এদিকে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ শনিবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৭ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed