Main Menu

সুনামগঞ্জে আরো ৩৫ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেটের র৩জন ও সুনামগঞ্জের ৩৫ জন রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১৪৮ ও সিলেটের ৪০ টি নমুনা মিলে মোট ১৮৮ টি নমুনা সংগ্রহ করে সবকটির পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্ত হওয়া নতুন ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ৩ জন ও সুনামগঞ্জের ৩৫ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২০৯ জন।

তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২২৯ জন রোগী রয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১২৪৪ জন, মৌলভীবাজারে ৭৪৯ জন ও হবিগঞ্জ জেলায় ৯৮৭ জন রোগী আছেন।

Share





Related News

Comments are Closed