Main Menu

শাবির ল্যাবে আরো ৩৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ২০ জন ও সুনমাগঞ্জ হেলার ১৮ জন।

বহস্পতিবার (৯ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষায় এই ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ৭৪ টি ও সিলেটের ১০৯ টি নমুনা সংগ্রহ করা হয়।

এই ১৮৩টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন সুনামগঞ্জ জেলার ও ২০ জন সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।

এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে মোট ৫ হাজার ৬১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৮৭ জন, সুনামগঞ্জে ১১৫৪ জন, হবিগঞ্জে ৮৬২ জন ও মৌলভীবাজারে ৬০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ২০৪৮ জন।

আর বৃহস্পতিবার নতুন করে একজন মৃত্যুবরণ করায় মোট মারা গেছেন ৯৬ জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জে ৮ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ৬ জন করে মারা গেছেন।

Share





Related News

Comments are Closed