Main Menu

সিলেট নগরী থেকে মহিলার লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের পাঠানটুলা থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মধ্যবয়সি এই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ওই মহিলাকে পাঠানটুলায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ এই অজ্ঞাত মহিলার লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আব্দুল মান্নান জানান, সকালে পাঠানটুলায় রাস্তার পাশে এক মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মান্নান বলেন, ওই মহিলা অনেকদিন থেকে পাঠানটুলা এলাকায় ঘুরাঘুরি করেন। তিনি মানসিক ভারসাম্যহীন। লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের হিমাঘারে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

0Shares

Related News

Comments are Closed