Main Menu

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১৮ জন, মৃত্যু ৬৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৬৭ জন। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫০ জনে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৭৪ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৮ হাজার ৩২৫ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। এখানে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৩২ জনের। এরপরেই রয়েছে গুজরাটের অবস্থান। এখানে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯৭ জনের।

এদিকে দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫৬ জন।

করোনা প্রতিরোধে ভারতে প্রথম তিন সপ্তাহের জন্য লকডাউন হয় ২৪ মার্চ থেকে। পরবর্তীতে এটি বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়।

Share





Related News

Comments are Closed