Main Menu

সিরাজগঞ্জে পিকআপ-নসিমন সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপভ্যান ও নসিমন মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল পিকআপভ্যানটি। সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় বিপরীতমুখী নসিমনের সঙ্গে ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0Shares

Related News

Comments are Closed